স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে জাতি বিভ্রান্তিতে রয়েছে। একটি দল মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে বিকৃতি করে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জাতির কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সরকারের কাছে দাবি জানান। চট্টগ্রাম প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নেতৃবৃন্দ আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক
আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিদুল করিম কচি।
বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ কবীর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক ও ইসলামিক টিভির ব্যুরো প্রধান শহীদুল ইসলাম, দৈনিক আজাদী সাবেক বার্তা সম্পাদক এ. কে. এম জহিরুল ইসলাম, দৈনিক এই বাংলা নির্বাহী সম্পাদক ওয়াহিদুজ্জামানসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম কর্মরত সিনিয়র সাংবাদিকরা এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।