কাস্টমস বন্ডেড ড্রাইভার জাকির হোসেন আমার মামা। আমাকে চিনেন আমি চকবাজার থানার এসআই শফিউল আজম। আমার মামাকে ফোন করে ডিস্টার্ব করছ কেন, কোথায় থাকেন? চকবাজার থানায় এসে দেখা করেন, না হয় কিন্তু আপনার বিরুদ্ধে আমি থানায় ডায়েরী করবো
সাইফুল লোকমান
ড্রাইভার জাকির হোসেন অল্পদিনে নগদে ও সম্পদে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। বেনামে গাড়ী আছে, বানাচ্ছেন আলীশান বাড়ীও। এই জাকির হোসেন ওয়াশার মোড়স্থ বণ্ড কমিশনারেট অফিসে গাড়ীর ড্রাইভার হিসেবে চাকুরীরত আছেন। এর আগে ছিলেন তারই আপন জামাতা নাছির উদ্দিন। পূর্ব বাংলা পত্রিকায় নাছির উদ্দিনের অপকর্ম নিয়ে রিপোর্ট প্রকাশ হবার পর এই পদে আসীন হন জাকির হোসেন।
জাকির হোসেন ড্রাইভারের অর্জিত সম্পদের সাথে বেতনের রয়েছে বিশাল ফারাক। বিভিন্ন কর্পোরেট অফিস থেকে বড় কর্তাদের নামে সে লাখ লাখ টাকা মাসোহারা নেয়। ওইসব কর্পোরেট অফিসের লোকজন ডরে ভয়ে এসব তথ্য কাউকে বলেও না।
খবর নিয়ে জানা যায়,কাস্টমস বন্ড এডিসির ড্রাইভার হিসেবে একই জায়গায় ৫ বছরের অধিক সময় কর্মরত আছেন এই জাকির হোসেন। নামে বেনামে তার আছে ৫টি গাড়ি এই গাড়িগুলো চট্রগ্রাম কাস্টমসে ডিউটি করার জন্য ভাড়া দেন । যার বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে । প্রতি মাসে কাস্টমস থেকে গাড়ি ভাড়া বাবদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা পায় বলে সুত্রে জানায়।
এছাড়াও বন্ড কমিশনারের ড্রাইভারের সুবাদে বন্ডের মালামাল অপব্যবহারে, কালোবাজারীদের থেকে বন্ড ক্যাশিয়ার পরিচয়ে মাসে প্রায় অর্ধ কোটি টাকা পকেট ভ্যাট আদায় করে চলছে ড্রাইভার জাকির হোসেন। তার চাঁদার আংশিক একটি তালিকা আমাদের প্রতিবেদকের হাতে এসেছে ।
এ বিষয়ে তার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক জানার পর তিনি কল কেটে দেয় । এরপর ১১ ডিসেম্বর রাত প্রায় ৮টায় এই প্রতিবেদকের ০১৭৯৩ ৮১৬৬৩৪ নম্বরে চকবাজার থানার এসআই শফিউল আজম পরিচয়ে ০১৮১৩ ৬৭৬২৩৮ থেকে কল করে কিটকিটে মেজাজে অশুভ আচরণ করতে থাকেন। প্রতিবেদক কারন জিজ্ঞেস করলে মারমূখী কণ্ঠে বলেন কাস্টমস বন্ডেড ড্রাইভার জাকির হোসেন আমার মামা। আমাকে চিনেন আমি চকবাজার থানার এসআই শফিউল আজম। আমার মামাকে ফোন করে ডিস্টার্ব করছ কেন, কোথায় থাকেন ? চকবাজার থানায় এসে দেখা করেন, না হয় কিন্তু আপনার বিরুদ্ধে আমি থানায় ডায়েরী করবো বলে নানান ভয়ভীতি দেখিয়ে ফোন কেটে দেয় ।
এদিকে, সাংবাদিক পরিচয় জানার পর বারবার ফোন করে জাকির হোসেন এই প্রতিবেদককে দেখা করার হুকুম দেন। পরক্ষণে তার ভাগিনা এসআই শফিউল আজমের বিরুদ্ধে কোন সংবাদ প্রচার না করার জন্য হুশিয়ারী দেন। করলে এসআই শফিউল আজম আপনার ক্ষতি করবে।