রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. মানিক (৪৫) নামে এক যুবদলকর্মী খুন হয়েছেন। ১৯ এপ্রিল, শনিবার রাত সাড়ে ১২টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়াস্থ ভান্ডারী কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. মানিক ওই এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। নিহত যুবদলকর্মী মানিক বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টাায় ভান্ডারী কলোনীর হানিফের ভাড়া ঘরে খাবার খেতে গিয়েছিল মানিক। এ সময় অজ্ঞাতনামা- ৮/১০ অস্ত্রধারী সন্ত্রাসী শর্টগান এর গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীরা মুখোশধারী ছিল। রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া। তবে এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি ।