ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় মুনতাসীর সেন্টারে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক আবদুস শহীদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সালমা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি প্রমুখ। বক্তারা উল্লেখ করেন অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বতন্ত্র রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয় এবং পাকিস্তান সরকার বাহিনীর গুলিতে সালাম, বরকত, জব্বার সহ অনেকে শহীদ হন। মায়ের ভাষার এমন বিরল দৃষ্টান্ত এর জন্য ইউনেস্কো এর ৩০ তম অধিবেশনে ফ্রান্সের প্যারিসে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছিল। সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে কালো ব্যাজ ধারণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে।