বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী কানুনগোপাড়া রামঠাকুর সেবাশ্রম’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঠাকুর রামচন্দ্র দেব’র ১৬৫তম জন্মতিথি উপলক্ষে ৩ দিনব্যাপী মহোৎসব শুরু হচ্ছে আজ। অনুষ্ঠানের প্রথমদিন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুর ৩ টায় অনুষ্ঠিত হবে শরৎ গীতা শিক্ষা নিকেতন’র পরিবেশনায় এবং রামঠাকুর সেবাশ্রমের সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় দে (পুলক’র) পরিচালনায় গীতি আলেখ্য ও গীতাপাঠ। বিকাল ৫ টায় অধ্যাপক সুদর্শন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত হবে ধর্মীয় সংগীতানুষ্ঠান আর বেদ-বাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ আলোচনার মাধ্যমে শুরু হবে উৎসবের শুভ সুচনা। এরপর সন্ধ্যা ৭টায় গঙ্গা আহ্বান, রাত ৮টায় শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে। কীর্তনান্দ পরিবেশন ও পৌরহিত্য করবেন কৈবল্যধামের সেবায়েত সনজিৎ চক্রবর্তী।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ভোরে শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ ও অহোরাত্র তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের মাধ্যমে শুরু হবে মূল পর্ব। আগত ভক্তবৃন্দের জন্য রয়েছে দুপুর ও রাতে মহাপ্রসাদ এবং শ্রীশ্রী সত্যনারায়ণ পূজার প্রসাদ আস্বাদনের ব্যবস্থা। অনুষ্ঠানের শেষের দিন শনিবার ১৫ ফেব্রুয়ারি ভোরে শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি, দধিভান্ড ভঙ্গ ও নগর পরিক্রমার মাধ্যমে সমাপ্ত হবে মহানাম সংকীর্তন মহোৎসবের এই আয়োজন। নামসুধা বিতরণে থাকবে শ্রী গোপালবাড়ী সম্প্রদায়- চট্টগ্রাম, শ্রী গৌড় নিতাই সম্প্রদায়-লক্ষীপুর, শ্রী প্রভু সনাতন সম্প্রদায়- নোয়াখালী এবং শ্রী রাম সুন্দর সম্প্রদায়- সীতাকুণ্ড (চট্টগ্রাম)। উৎসব উদযাপন পরিষদ ও সংকীর্তন পরিচালনা কমিটির সভাপতি শুভঙ্কর দে (বিশু) বলেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের কল্যাণের জন্যই এই তারকব্রহ্ম নাম সংকীর্তন। এ সংকীর্তন পৃথিবীর সকল জীবকুলের মঙ্গলের জন্য। আমরা দীর্ঘ ২৩ বছর যাবৎ এই মহানাম সংকীর্তন উৎসব পালন করে আসছি। রামঠাকুর সেবাশ্রম পরিচালনা পর্ষদ’র সাধারণ সম্পাদক লিটন দেব বলেন, প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৩ বছর অত্যান্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করে আমরা আজ দুইযুগে পদার্পণ করছি। প্রতি বছরের মতো এবছরো প্রায় ১২ থেকে ১৫ হাজার ভক্তবৃন্দের সমাগম হবে বলে আশা রাখছি। সেবাশ্রম পরিচালনা কমিটির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জয়জিৎ দত্ত (টিংকু) বলেন, উপজেলার এক ঐতিহাসিক নাম সংকীর্তন অনুষ্ঠানের শুভ সুচনা হতে যাচ্ছে আজ। দীর্ঘ ২৩ বছর ধরে আমরা অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করে আসছি এই তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের মাধ্যমে। এটি সনাতনী সম্প্রদায়ের উৎসব হলেও, এখানে সকল সম্প্রদায়ের মানুষ নাম কীর্তন শ্রবণে আনন্দ লাভ করেন। পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল প্রার্থনা করি আমরা এই নাম সংকীর্তনের মাধ্যমে। আমরা আনন্দিত, আমরা গর্বিত।
আজ আশ্রম প্রতিষ্টার দুইযুগ উদযাপন করতে পেরে আমরা ঠাকুর রাম চন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উৎসবের প্রতিটি পর্বে উপস্থিত থেকে অনুষ্ঠান আয়োজন সুন্দর ও সার্থক করার জন্য বিনীত অনুরোধ জানান রামঠাকুর সেবাশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি রতন কুমার দে ও উৎসব উদযাপন পরিষদ’র সাধারণ সম্পাদক অপু মহাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ৩ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকছেন কানুনগোপাড়া তরুণ সংঘ, নবারুণ সাহিত্য পরিষদ, শ্রী শ্রী গোলকেশ্বরী কালি মায়ের সেবা সংঘ, পল্লী সমিতি মিলনাগার, উদয়ন সংঘ, বান্ধব পাঠাগার, মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগার, একতা সংঘ, বীণাপানি সংঘ, আদর্শ ক্লাব, প্রজ্ঞা পাঠাগার, শ্রী শ্রী রামেশ্বর (শিব) মন্দির, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও ধোরলা কালি বাড়ির সকল সদস্য এবং পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ।