1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
প্রবাসীদের সাথে বারশত ইউপি চেয়ারম্যান এর অন্যরকম মতবিনিময়  - পূর্ব বাংলা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু পয়লা মে দিবস সংখ্যা চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার এলডিপিতে যোগ দিলেন লে. জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী চট্টগ্রামে মাদক এবং ২ টি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা আনন্দ মেলা অনুষ্ঠিত বন্দর থেকে এই প্রথম সর্বোচ্চ ১০০ কোটি টাকা পেল চসিক দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ- কমিটি গঠন: চেয়ারম্যান রাসেল, টিম ম্যানেজার বাবলা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আহমদ শামসুল ইসলাম ১০০ বছর বয়সে ইন্তেকাল করেছেন নানা আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব সম্পন্ন

প্রবাসীদের সাথে বারশত ইউপি চেয়ারম্যান এর অন্যরকম মতবিনিময় 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি
প্রবাসীরাসারা জীবন মাতৃভুমি ছাড়া কাটায় ভিন দেশে ।বিভিন্ন ছুটিতে দেশে ফিরে যেন কাটেনা তাদের সময়।কেউ ঠিকমত তাদের খবর রাখেনা খোঁজও নেয় না।বেকার মানুষের মত ঘুরে বেড়িয়ে দিন কাটে তাদের।যথাযথ মর্যাদা তো দুরের কথা এই রেমিট্যান্স যোদ্ধাদের দেশের বিভিন্ন জায়গায় নির্যাতিত হওয়ার তথ্য আছে অহরহ। কিন্ত তার বিপরীত একটি ব্যতিক্রম  রুপ ফুটে উঠে আনোয়ারার বারশত ইউনিয়নে।যখন যে প্রবাস থেকে দেশে আসবে বারশত এর চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ নিজ থেকে তাদের খবর নেন।মাঝে মাঝে তাদের নিয়ে সমুদ্র বিলাসে আনন্দ উল্লাসেও মেতে উঠেন পারকি বিচের স্থানীয় একটি রেস্টুরেন্টে।
এরই ধারাবাহিকতায় ৮আগস্ট সোমবার বিকেলে ওপেন ফেইসবুক পোস্ট দিয়ে এবং ব্যক্তিগতভাবে সবাইকে ডেকে তিনি এই সুন্দর মুহুর্ত উপহার দেন।
বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ভাই যারা দেশে এসেছেন তাদের নিয়ে মতবিনিময় করেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ কুয়েত প্রবাসী কামাল খান।
এ সম্পর্কে চেয়ারম্যান জানান আমার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়েরা শুধু এলাকার নয় দেশেরই সম্পদ।তারা দেশের বাইরে থাকেন এই রকম একটি সময়ে তাদের পরিবারগুলি হেফাজতে রাখা আমাদের দায়িত্ব। এই ইউনিয়নে কোথাও প্রবাসী হয়রানি হলে আমাকে জানাবেন।সব সময় তাদের জান-মাল রক্ষায় আমি নিজে ছুটে যাবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন মরহুম আখতারুজ্জামান  চৌধুরী বাবু যুব পরিষদ ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এয়ার মোহাম্মদ। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারশত ইউনিয়ন পরিষদের সফল  চেয়ারম্যান তরুণ প্রজন্মের বাতিঘর আজকের অনুষ্ঠানের  আয়োজক এম এ কাইয়ুম শাহ। বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাত শাখার সহ সভাপতি সারজাহ বিশিষ্ট ব্যবসায়ী  জানে আলম (জনি) বিশেষ অতিথি বৃন্দ যথাক্রমে ৬নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেম্বার  আবদুর রহিম, ৪নং ওয়ার্ডের মেম্বার  তৌহিদুল ইসলাম (তৌহিদ), ৩নং ওয়ার্ডের মেম্বার আবদুল কাইয়ুম,, মালেশিয়া প্রবাসী (গোবাদিয়ার কৃর্তি সন্তান))  আবু ছাদেক।
স্বাগত বক্তব্য রাখেন  মোহাম্মদ ওমর ফারুক  ও কারী ফোরখান। ফারুক,টিপু, মোহাম্মদ নিজাম,শওকত আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ১০০ জন প্রবাসী।

 

 
 
 
শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla