
আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। তবে এবার ঘটাচ্ছেন ব্যাতিক্রম কিছু। এই প্রথম হিন্দি গান গাইলেন তিনি। বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চন অভিনীত এবং জনপ্রিয় কন্ঠশিল্পী কিশোর কুমারের কন্ঠে ‘ইয়ারানা’ ছবির জনপ্রিয় গান ‘তেরে জেসা ইয়ার কাহা’ গানটি কাভার করেছেন সানি। জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজের মিউজিকে নতুন আদলে সৃষ্টি হচ্ছে গানটি। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, গানটি আমার অনেক ভালো লাগে। গানটি অনেক জনপ্রিয়। তাছাড়া এই প্রথম হিন্দি গান করছি; এটাও আমার জন্য একটা বিরাট সাহসের ব্যাপার। আমি আমার জায়গা থেকে যথেষ্ট করেছি। আশা করছি; সবার ভালো লাগবে। জাহিদ বাশার পংকজ বলেন, বরাবরই সানি ভালো গায়। এর আগেও সানির কয়েকটি গান করেছি। এই গানটি অনেক জনপ্রিয় এবং হিন্দিতে এটা অনেকগুলো কাভার হয়েছে। আমরা চেষ্টা করছি ব্যাতিক্রম কিছু উপহার দিতে। গানটি ভিডিওসহ একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিক রিলিজ দেয়া হবে। উল্লেখ্য- ‘ইয়ারানা’ ছবিটি ১৯৮১ সালে মুক্তি পায়। এই ছবির ‘ তেরে জেসা ইয়ার কাহা’ গানটি গেয়েছেন কিশোর কুমার। গানের কথা লিখেছেন অঞ্জন এবং মিউজিক করেছিলেন রাজেশ রোশন।